রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় “প্রতিভাবান শিল্পীর খোঁজে রাঙ্গুনিয়া সেরা কন্ঠ” নামে প্রতিযোগিতার বাছাই সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে শুরু হচ্ছে। রাঙ্গুনিয়া মিডিয়ার উদ্যোগে উপজেলার মুক্তমঞ্চে সেরাকন্ঠ বাছাই হবে। রাঙ্গুনিয়া মিডিয়ার পরিচালক আইয়ুব মাহমুদ বলেন, ” ৫০ জন প্রতিযোগী সেরা কন্ঠ প্রতিযোগিতার জন্য আবেদন করে। অডিশনের মাধ্যমে এসব প্রতিযোগী থেকে তিনজন বিচারক সেরা কন্ঠ বাছাই করে ইয়েস কার্ড দেবেন।
রাঙ্গুনিয়া সেরা কন্ঠ বাছাই কাল শুরু
0
Share.