রোয়াজারহাটের বর্জ্য ফেলা হচ্ছে ইছামতী নদীতে, প্রতিকার চেয়ে মানববন্ধন

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় বাজারের বর্জ্য নদীতে ফেলার কারনে দূষিত হচ্ছে নদী। নদী দূষন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে মানববন্ধন করেছে রাঙ্গুনিয়া স্টুডেন্ট ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নামে একটি সংগঠন। বৃহষ্পতিবার (২০ মে) বিকেলে উপজেলার রোয়াজারহাট এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন করে এই সংগঠনটি। পরে সমাবেশ রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান’র সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির জ্যেষ্ট সহ-সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রহিম উদ্দিন সিকদার, রাঙ্গুনিয়া উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক মোরশেদ তালুকদার, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের সহসভাপতি বাবলা তালুকদার, ছাত্রসংসদের ভিপি (সহসভাপতি) সোহেল চৌধুরী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, রাঙ্গুনিয়ার পরিবেশের ধারক ইছামতী নদী। প্রতিনিয়ত রোয়াজারহাট বাজারের বর্জ্য ফেলে নদীকে দূষিত করা হচ্ছে। নদীর প্রবাহ কমে গেছে, সংকুচিত ও পানির গুনগত মান নষ্ট হয়ে যাওয়ার কারণে নদী মরে যাচ্ছে। নদী রক্ষার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, নদী দূষন রোধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়া হবে। ”

Share.

Leave A Reply