দৃষ্টিনন্দন ও আধুনিক ডিজাইনে রাঙ্গুনিয়ায় নবনির্মিত এ্যডভোকেট নুরুচ্ছফা তালুকদার পৌর অডিটোরিয়াম শনিবার (২৮ নভেম্বর) উদ্বোধন করা হবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত অডিটোরিয়ামটির উদ্বোধন করবেন।
শনিবার রাঙ্গুনিয়া পৌর অডিটোরিয়াম উদ্বোধন করবেন স্থানীয় সরকার মন্ত্রী
0শনিবার বিকেল তিনটায় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার। বিশেষ অতিথি থাকবেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, মানবাধিকার সংগঠক ও সুখবিলাস ফিশারিজ ও প্ল্যান্টেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ প্রমূখ।
Share.