শপথ নিলেন চন্দ্রঘোনার নবনির্বাচিত সংরক্ষিত ইউপি সদস্য

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর সংরক্ষিত আসনের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে নব নির্বাচিত ইউপি সদস্য জয়নাব আক্তারের শপথ গ্রহণ অনুষ্ঠান উপজেলা সম্মেলন কক্ষে বুধবার (২৫ নভেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। এসম উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, চট্টগ্রাম পল্লী বিদ্যু সমিতির এলাকা পরিচালক শিবু চন্দ্র, সাংবাদিক মাসুদ নাসির প্রমুখ। গত ২০ অক্টোবর অনুষ্ঠিত উপনির্বাচনে জয়নাব আক্তার নির্বাচিত হয়েছিলেন। এরআগে ওই সংরক্ষিত ইউপি সদস্য আসনের নির্বাচিত ইউপি সদস্য আনোয়ারা বেগম ইন্তেকাল করেছিলেন।

Share.

Leave A Reply