শফিকুল রাঙ্গুনিয়ার শিলক বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ার শিলক হামিদ শরীফ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন কাতারস্থ চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার বাবু। ২৮ ডিসেম্বর চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাঁকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। এছাড়া কমিটিতে সদস্য সচিব পদে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াকুব, দাতা সদস্য মো. নজরুল ইসলাম তালুকদার, সাধারণ অভিভাবক সদস্য হিসেবে মো. জামাল উদ্দিন, আবদুল হান্নান, সমর বড়–য়া,মুহাম্মদ নুরুল কবির,সংরক্ষিত মহিলা সাধারণ অভিভাবক সদস্য জান্নাতুল ফেরদৌস, সাধারণ শিক্ষক প্রতিনিধি সদস্য মো. ইকবাল হোসেন চৌধুরী, আবু ছালেহ ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে শাহানারা বেগমকে নির্বাচিত করা হয়।

Share.

Leave A Reply