রাঙ্গুনিয়ার বেগম ইকবাল জাকির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কুমিল্লা ও চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রাক্তন পরীক্ষক, শিক্ষাবিদ নীলিমা রায় চৌধুরী’র ১ম মৃত্যুবার্ষিকী বৃহষ্পতিবার (১০ ফেব্রুয়ারি)। এ উপলক্ষে প্রয়াতের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে রাঙ্গুনিয়ার সৈয়দবাড়ি প্রয়াতের নিজ বাড়ি নীলাচল সংলগ্ন সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, দুপুরে রাউজান উত্তর গুজরা ঠাকুরবাড়ীস্থ শ্রীশ্রী অন্নদা ঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ-এ ঠাকুর ভোগ ও অনাথ শিশু-কিশোরদের অন্নদান করা হবে।
শিক্ষাবিদ নীলিমা রায় চৌধুরী শিক্ষকতার মাধ্যমে আলোকিত সমাজ বিনির্মাণে আজীবন কাজ করেছেন। তাঁর কাছে শিক্ষা লাভ করে শিক্ষার্থীরা সারাদেশে নানান পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি ছিলেন একজন সৎ ও কর্তব্যনিষ্ঠ আদর্শবান গুণী শিক্ষক ও নারী শিক্ষার অন্যতম অগ্রদূত। তিনি কখনো অন্যায়ের কাছে কখনো মাতা নত করেননি। স্বচ্ছ ও নিয়মানুবর্তিতার মধ্যে সহজ-সরল জীবন-যাপন করেছেন। শিক্ষকতা ছিল তাঁর নেশা ও পেশা দুই-ই। শ্রেণিকক্ষে তিনি শিক্ষার্থীদের কাছে শুধু শিক্ষকই ছিলেন না, ছিলেন একজন আদর্শবান ও ন্যায়পরায়ণ অভিভাবক, কর্তব্যনিষ্ঠ আলোকিত মানুষ। চট্টগ্রাম জেলায় তিনি ছিলেন স্বনামধন্য একজন শিক্ষক, স্বপ্নের বাতিঘর। পিতা-মাতার পদাঙ্ক অনুসরণ করে তাঁর চার কন্যা শিক্ষকতা পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে নিয়োজিত আছেন। প্রয়াতের একমাত্র পুত্র বিশ্বজিৎ রায় চৌধুরী রাঙ্গুনিয়া সরকারি কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ (বাসকশিপ) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি।
ছবির ক্যাপশন- নীলিমা রায় চৌধুরী