শ্রমিক লীগ নেতা নুরুল ইসলাম সর্দারের ইন্তেকাল

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ার বিশিষ্ট শ্রমিক লীগ নেতা নুরুল ইসলাম সর্দার (৬৫) ইন্তেকাল করেছেন। সোমবার (৩১ জানুয়ারি) ভোর ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও ১ মেয়ে সন্তান রেখে যান। একইদিন দুপুর আড়াইটার দিকে তার নিজ গ্রাম পৌরসভার নোয়াগাঁও লস্কর তালুকার পাড়া নতুন জামে মসজিদ মাঠে তার নামাজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
মরহুম নুরুল ইসলাম সর্দার কর্ণফুলী জুট মিল সিবিএ’র দুই মেয়াদে সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদকের দায়িত্ব ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। এছাড়া রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, প্যানের মেয়র জালাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা শামসুদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

 

Share.

Leave A Reply