সংবর্ধিত হলেন রাঙ্গুনিয়া পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর জসিম শাহ্

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ-মধ্যম শাখার আয়োজনে পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর ও পৌর গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ্’কে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (২০ মার্চ) চন্দ্রঘোনা মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি রাঙ্গুনিয়া দক্ষিণ-মধ্যম শাখার সহসভাপতি মো. ইসমাঈল শাহ। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার। উদ্বোধক ছিলেন চন্দ্রঘোনা মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল মোনাফ সিকদার। প্রধান আলোচক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আলহাজ্ব মোছাহেব উদ্দিন বখতিয়ার। সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা গাউসিয়া কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জমির হোসেন মাষ্টার। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক এডভোকেট আলহাজ্ব জাহাঙ্গীর আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কামরুল আহসান, প্রচার সম্পাদক আলহাজ্ব আহসান হাবীব, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক আবু তাহের, রাঙ্গুনিয়া পৌর গাউছিয়া কমিটির সভাপতি মো. ইউসুফ মাষ্টার প্রমুখ।

Share.

Leave A Reply