সাতকানিয়ায় মাইক্রোর নিচে বাইক, প্রাণ গেল ২ যুবকের

0

চট্টগ্রামের সাতকানিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। শনিবার (২০ মার্চ) সকাল ৭টায় ছদাহা রাজঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন লোহাগাড়ার সুখছড়ি এলাকার আব্দুল রহমানের ছেলে ওবাদুল হক (৩০) ও পদুয়া ইউনিয়নের জঙ্গলপদুয়া এলাকার মো. ওসমানের ছেলে মো. নোমান (২২)।

দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. জাহাঙ্গীর পূর্বকোণকে বলেন, ‘আজ সকাল ৭টায় কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে চট্টগ্রামমুখী বাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওবাদুল হক নামের এক বাইকআরোহী নিহত হন। আহত অবস্থায় নোমান নামের আরেকজনকে উদ্ধার করে কেরানীহাট আশরেফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মাইক্রোবাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।’

Share.

Leave A Reply