রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগ নেতা মো. সামশুদ্দীন পোমরা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত পত্রে বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য তাঁকে নবগঠিত এডহক কমিটির সভাপতি মনোনীত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন পদাধিকার বলে সদস্য সচিব প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম টিপু, সদস্য শিক্ষক প্রতিনিধি রনজিত কুমার দে, সদস্য অভিভাবক প্রতিনিধি আহম্মদ আলী নঈমী। গত ১৭ আগস্ট শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয় প্রবিধান ৩৯ এর উপ-প্রবিধান (২) অনুসারে এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগসহ সকল দায়িত্ব পালন করিবে। এছাড়া আগামী ৬ মাসের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করবে এই এডহক কমিটি।