স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ, রাঙ্গুনিয়ায় রোড শো

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা (রোড শো), আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মার্চ) সকাল ১০ টার দিকে সুসজ্জিত গাড়ির বহর নিয়ে উপজেলা ক্যাম্পাস থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা ঘুরে পোমরা তাপবিদ্যুৎ ফটক হয়ে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় পুলিশ-আনসার ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা যানবাহন নিয়ে অংশ নেন। পরে দুপুরে উপজেলা শিশু মেলা মডেল স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য দেন নারী ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) রাজিব চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেব প্রসাদ চক্রবর্ত্তী, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ইদ্রিচ আজগর। বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে শনিবার (২৭ মার্চ) ও রোববার (২৮ মার্চ) উপজেলা শিশু মেলা মডেল স্কুল মাঠে দুইদিনব্যাপী উন্নয়ন চিত্র প্রদর্শণীর আয়োজন করে উপজেলা প্রশাসন। আয়োজনে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের ৩২টি স্টল বিভিন্ন উন্নয়ন চিত্র প্রদর্শন করে।

Share.

Leave A Reply