স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে রাঙ্গুনিয়ায় দুইদিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিনব্যাপী অনুষ্ঠান রোববার (২৮ মার্চ) উপজেলা শিশু মেলা মডেল স্কুল মাঠে শেষ হয়েছে। অনুষ্ঠানের মধ্য সেমিনার, উন্নয়ন বিষয়ক কুইজ, উপস্থিত বক্তব্য ও সাংষ্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিন শনিবার (২৭ মার্চ) আনন্দ শোভাযাত্রা (রোড শো), আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। সমাপনী দিনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) রাজিব চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেব প্রসাদ চক্রবর্ত্তী, প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তফা কামাল প্রমুখ। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে দুইদিনব্যাপী উন্নয়ন চিত্র প্রদর্শনীর ৩২টি স্টলের মধ্যে প্রথম হয় উপজেলা শিক্ষা অফিস, দ্বিতীয় কৃষি অফিস ও তৃতীয় মৎস্য দপ্তর ।

Share.

Leave A Reply