স্বাস্থ্যবিধি মেনে বিডি ক্লিন রাঙ্গুনিয়া শাখার সদস্য সম্মেলন

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
স্বাস্থ্যবিধি মেনে বিডি ক্লিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া শাখার সদস্য সম্মেলন শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে। বিডি ক্লিন রাঙ্গুনিয়া শাখার সমন্বয়ক রিয়াজুল ইসলাম রাকিব’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক ষ্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ আবদুল মাবুদ। বিডি ক্লিন রাঙ্গুনিয়া শাখার সদস্য বৃষ্টি দে’র সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন বিডি ক্লিন কক্সবাজার জেলার অতিরিক্ত সমন্বয়ক তানভির হোসেন, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েম শামু, সিনিয়র শিক্ষক রহিম উদ্দিন সিকদার, রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক’র প্রধান উপদেষ্ঠা ব্যবসায়ী মো. মাহাবুবুল আলম সিকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, বিডি ক্লিন রাঙ্গুনিয়া শাখার সহ-সমন্বয়ক এম আই রাকিব, প্রধান মনিটর (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন মুন্না, এডমিন তাহসান খাঁন ইমন প্রমুখ।

Share.

Leave A Reply