রাঙ্গুনিয়ার সামাজিক সংগঠন উদ্দীপ্ত তরুণ সংঘ ও উদ্দীপ্ত ব্লাড ব্যাংক এর যৌথ উদ্যোগে কর্মহীন ১০০ দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়েছে। শনিবার (৮ মে) সকালে উপজেলার মরিয়মনগর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রবিউল মোস্তফা মুন্না। সাধারণ সম্পাদক মো. আকিব হোসেন মিসবাহ’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শওকত হোসেন সেতু। উদ্বোধক ছিলেন উদ্দীপ্ত তরুণ সংঘ’র উপদেষ্ঠা আবু সালেহ। প্রধান আলোচক ছিলেন মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্ঠা সেলিম আবদুল্লাহ, এমরান হোসেন, আজিম উদ্দিন, আবদুর রহিম, উপদেষ্ঠা সচিব এম.মোরশেদ আলম। উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য তাহসান খান ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক জামিল মাহমুদ সাতিন, সহ সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম, সহ অর্থ সম্পাদক মিনহাজুল ইসলাম, প্রচার সম্পাদক জাবেদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ সাকিব, দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক রিদুয়ান জহির প্রমুখ।
Attachments area