নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ার সৈয়দবাড়ী এলাকার সামাজিক সংগঠন “ সৈয়দবাড়ী পেশাজীবী পরিষদ” ৮৬ দুস্থ পরিবারকে ঈদ উপহার দিয়েছেন। সোমবার (১০ মে) ও মঙ্গলবার (১১ মে) পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে উপহার হিসেবে এসব নগদ অর্থ বিতরণ করে সংগঠনের কর্মকর্তা ও সদস্যরা। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক শিক্ষক মো. রহিম উদ্দিন সিকদার, যুগ্ম আহ্বায়ক শিক্ষক মো. আবু সায়েম, সদস্য সচিব মো. হাবিব উল্লাহ টিটু , যুগ্ম সদস্য সচিব সঞ্জয় চৌধুরী, অর্থ সম্পাদক মাহবুবুল আলম সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্বাস হোসাইন আফতাব , সদস্য নিউটন বড়ুয়া, সিরাজুল ইসলাম টুটুল , সৈয়দ আরেফিনুর রহমান প্রমুখ।
সংগঠনের আহ্বায়ক মো. রহিম উদ্দিন সিকদার ও যুগ্ম আহবায়ক মো. আবু সায়েম বলেন, “ পেশাজীবীদের এক প্লাটফরমে এনে এলাকার পিছিয়ে পড়া মানুষের জন্য ভাল কিছু করার চেষ্টা করছি।সকলের সহযোগিতায় বিগত দুবছরে সংগঠনের উদ্যোগে ১৪টি সামাজিক সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণ করেছি। সকলের সহযোগিতায় সামাজিক কর্মকান্ড অব্যাহত রাখার চেষ্ঠা করব। ’