১২ হাজার পোশাক শ্রমিক নেবে জর্ডান

0

 বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ পোশাক শ্রমিক নেবে জর্ডান। মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি জানান, আগামী এক বছরে বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ পোশাক শ্রমিক নেবে জর্ডান। শুধুমাত্র সরকারি রিক্রুটিং এজন্সি বোয়েসেলের মাধ্যমে এক্ষেত্রে শ্রমিক রিক্রুট করা হবে।

নিয়োগকারী প্রতিনিধিদল খুব শিগগিরই বাংলাদেশ সফরে আসবে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে ৭০ হাজারের মতো বাংলাদেশি শ্রমিক রয়েছে, যার ৪৫ হাজারই পোশাক কারখানায় কাজ করেন।

দেশটির সর্ববৃহৎ পোশাক কারখানা ক্লাসিক ফ্যাশনস এপ্যারেলস লিমিটেডে প্রায় ১৫ হাজার দক্ষ বাংলাদেশি পোশাক শ্রমিক কর্মরত রয়েছেন।

Share.

Leave A Reply