অচেনার পিরিতে মাতাবেন পিজিত

0

পিজিত প্রসেঞ্জিত মহাজন। চট্টগ্রামের ব্যান্ড সংগীতের সাথে বেড়ে উঠা হলেও রাজধানীর সঙ্গীতাঙ্গণে উপহার দিচ্ছেন একের পর এক নতুন গান।তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার প্রোটিউনের ব্যানারে প্রকাশিত হয়েছে ‘অচেনার পিরিতে মইজা’ শিরোনামে নতুন গান।গানের কথা লিখেছেন প্রসেঞ্জিত ওঝা, সুর করেছেন প্রসেঞ্জিত ওঝা ও শোভন রায়।সংগীতায়োজন করেছেন শোভন রায়।গান প্রসঙ্গে পিজিত বলেন, এত বড় প্রজেক্টে আমাকে গাওয়ার সুযোগ করে দেওয়ায় ‘প্রোটিউন’র কর্ণদ্বার প্রসেঞ্জিত দাদার কাছে কৃতজ্ঞ। প্রোটিউন ফোক-৫০ নামক এই প্রজেক্টে আরও কাজ করছেন পিন্টু ঘোষ, কাজী শুভদের মত দেশ সেরা শিল্পীরা। উল্লেখ্য পিজিত ইতোমধ্যে এক ডজনেরও বেশি মৌলিক গান গেয়েছেন যা প্রকাশিত হয়েছে দেশের স্বনামধন্য সব প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে।

তাছাড়া পিজিতের সুরেও কাজ করছেন নতুন-পুরাতন অনেক সংগীত শিল্পী, এরমধ্যে উল্লেখযোগ্য একটি গান গেয়েছেন দুই বাংলার প্রিয়মুখ সংগীতশিল্পী সমরজিৎ রায়। প্রকাশের অপেক্ষায়, জাতীয় পুরস্কার প্রাপ্ত সুরকার প্লাবন কোরেশীর ‘পাগলী’ ফকির হযরত শাহ’র‘ভুল’, সাইফুল বারীর ‘পোড়ামন’, অনুপম চৌধুরীর  ‘আমি তোমার রাই’, প্রবীর দত্ত সাজুর ‘বৃষ্টির গান’সহ আরো দুই ডজন খানেক গান।

Share.

Leave A Reply