জামিন পেলেন ভারতী-হার্ষ দম্পতি

0
বলিউডের মাদককাণ্ডে দু’দিন আগে গ্রেফতার করা হয়েছিলো কমেডি কুইন ভারতী সিং এবং তার স্বামী হার্ষ লিম্বাচিয়াকে। সেই মাদক মামলায় জামিন পেলেন এই তারকা দম্পতি। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- সোমবার (২৩ নভেম্বর) মুম্বাইয়ের এনডিপিএস আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।
গত ২১ নভেম্বর সকালে কমেডিয়ান ভারতী সিং ও হার্ষ দম্পতির মুম্বাইয়ের ফ্ল্যাটে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসসিবি)। এসময় তাদের কাছ থেকে ৮৬.৫ গ্রামের মতো গাঁজা উদ্ধার হয়েছে। সে কারণেই ১৫ হাজার টাকা বন্ডের বিনিময়ের দু’জনের জামিন মঞ্জুর করা হয়েছে। তবে আগামী কয়েকদিন বাড়ির নিকটস্থ থানায় গিয়ে নিয়মিত হাজিরা দিতে হবে তাদের।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের মাদক যোগ খতিয়ে দেখতে তৎপর এনসিবি।
মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিক-সহ ১৮ জনেরও বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শর্তসাপেক্ষ জামিনে রিয়া মুক্তি পেলেও তার ভাই এখনও বিচারবিভাগীয় হেফাজতে।
মাদক যোগের তদন্তে ইতিমধ্যেই দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং রকুলপ্রীত সিংকে জিজ্ঞাসাবাদ করেছেন এনসিবি।
প্রেমিকা গ্যাব্রিয়েলার ভাই মাদকসহ ধরা পড়ায় এনসিবি’র প্রশ্নবাণের মুখোমুখি হতে হয়েছিল অর্জুন রামপালকেও। তবে মাদক যোগে ভারতীর নাম জড়ানোয় বেশ অবাক তার ভক্তরা।
Share.

Leave A Reply