বিনোদন ডেস্ক » সাত মাস আগে (২০২১ সালের আগস্টের শেষ সপ্তাহে) গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা নাজমুন মুনিরা ন্যানসি। এটি এই গায়িকার তৃতীয়বারের মতো বিয়ে। কিন্তু এ সংসারেও ভালো নেই তিনি। কষ্ট, রাগ আর সাংসারিক তৃক্ততা নিজেই ভক্তদের জানিয়েছেন ন্যানসি।
তৃতীয় সংসারেও ভালো নেই গায়িকা ন্যানসি— স্ট্যাটাসে যা জানালেন
0
Share.