গানের জন্য এক দশকের ক্যারিয়ারে প্রশংসিত এবং পুরস্কৃতও হয়েছেন তিনি। করোনাকালেও নতুন গানে কণ্ঠ দিচ্ছেন নিয়মিত। সেই ধারাবাহিকতায় বিজয় দিবসে তার গাওয়া দুটি দেশের গান প্রকাশ হচ্ছে।
‘পতাকা’ শিরোনামের গানটি লিখেছেন শেখ নজরুল এবং সুর করেছেন ফিদেল নাঈম। এটি প্রকাশ হবে এইচএম ভয়েস থেকে।
‘বিজয়ের গান’ শিরোনামের গানটি গেয়েছেন আসিফ আকবরের সঙ্গে যৌথভাবে। এটি লিখেছেন জামাল হোসেন এবং সুর করেছেন কিশোর দাস। এ গানটি রঙ্গন মিউজিক থেকে প্রকাশ হবে।
গান দুটি প্রসঙ্গে ঝিলিক বলেন, ‘ দেশপ্রেমের গানে কণ্ঠ দিতে সবসময়ই ভালো লাগে। কারণ এ ধরনের গানে অন্য ধরনের এক আবেগ পাওয়া যায়। ইচ্ছে আছে আগামী স্বাধীনতা দিবসেও দেশের গান প্রকাশ করার। দুটি গানই ভিডিওসহ প্রকাশ পাবে। আশা করছি বিজয়ের আনন্দে শ্রোতাদের সঙ্গে দেশের এই গান দুটি দিয়ে যোগাযোগ ঘটবে আমার।’
অন্যদিকে একাধিক নতুন মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন এই সংগীতশিল্পী। পর্যায়ক্রমে সেই গানগুলোও প্রকাশ পাবে বলে জানিয়েছেন ঝিলিক।
গানের জন্য এক দশকের ক্যারিয়ারে প্রশংসিত এবং পুরস্কৃতও হয়েছেন তিনি। করোনাকালেও নতুন গানে কণ্ঠ দিচ্ছেন নিয়মিত। সেই ধারাবাহিকতায় বিজয় দিবসে তার গাওয়া দুটি দেশের গান প্রকাশ হচ্ছে।
‘পতাকা’ শিরোনামের গানটি লিখেছেন শেখ নজরুল এবং সুর করেছেন ফিদেল নাঈম। এটি প্রকাশ হবে এইচএম ভয়েস থেকে।
‘বিজয়ের গান’ শিরোনামের গানটি গেয়েছেন আসিফ আকবরের সঙ্গে যৌথভাবে। এটি লিখেছেন জামাল হোসেন এবং সুর করেছেন কিশোর দাস। এ গানটি রঙ্গন মিউজিক থেকে প্রকাশ হবে।
গান দুটি প্রসঙ্গে ঝিলিক বলেন, ‘ দেশপ্রেমের গানে কণ্ঠ দিতে সবসময়ই ভালো লাগে। কারণ এ ধরনের গানে অন্য ধরনের এক আবেগ পাওয়া যায়। ইচ্ছে আছে আগামী স্বাধীনতা দিবসেও দেশের গান প্রকাশ করার। দুটি গানই ভিডিওসহ প্রকাশ পাবে। আশা করছি বিজয়ের আনন্দে শ্রোতাদের সঙ্গে দেশের এই গান দুটি দিয়ে যোগাযোগ ঘটবে আমার।’
অন্যদিকে একাধিক নতুন মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন এই সংগীতশিল্পী। পর্যায়ক্রমে সেই গানগুলোও প্রকাশ পাবে বলে জানিয়েছেন ঝিলিক।