চট্টগ্রামসহ দেশের ২১ জেলায় ডিজিটাল রেকর্ড রুমের উদ্বোধন

0
চট্টগ্রামসহ দেশের ২১ জেলায় চালু হয়েছে ডিজিটাল রেকর্ড রুম। ফলে ঘরে বসেই অনলাইনে আবেদন এবং ফি জমা দিয়ে নির্ধারিত সময় এবং স্থান থেকে খতিয়ানের সার্টিফাইড কপি গ্রহণ করা যাবে। বুধবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে ২১ জেলায় ডিজিটাল রেকর্ড রুমের নাগরিক সেবা ডিজিটাইজেশন কার্যক্রম উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
এসময় ভূমিমন্ত্রী জানান, আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে পার্বত্য তিন জেলা ছাড়া বাকি ৪০ জেলার রেকর্ড রুমকে ডিজিটাল রেকর্ড রুম হিসেবে চালু করা হবে।
এদিকে চট্টগ্রামে অনলাইনে আবেদনের ক্ষেত্রে যেকোনো সমস্যা সমাধানের জন্য জেলা প্রশাসকের ই-সেবা কেন্দ্রে গঠন করা হয়েছে  একটি ই-পর্চা সহায়তা সেল।
সেবাকে আরও বেশি সহজ করতে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের উদ্যোগে ৩ টি ওয়ান স্টপ সার্ভিস পয়েন্ট চালু করা হয়েছে। হয়রানি বন্ধে এবং রেকর্ড রুমকে দালালমুক্ত করতে সম্পূর্ণ রেকর্ড রুম ও এর আশেপাশের এলাকা সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
ডিজিটাল এ সেবা যাতে কোনভাবে বিঘ্নিত না হয় তা নিশ্চিত করতে প্রতি বুধবার রেকর্ড রুমের সহকারী কমিশনার মো. আশরাফুল আলমের অফিস রুমে গণশুণানির আয়োজনও করা হয়েছে। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরাসরি কথা বলেন সেবা গ্রহীতাদের সাথে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ভূমি সেবাকে হাতের মুঠোয় নিয়ে আসার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছি। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জেলা প্রশাসনের এধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।
এবিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম জাকারিয়া বলেন, ‘২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে।
Share.

Leave A Reply