পবিত্র আশুরা উপলক্ষে কারবালার স্মরণে তাজিয়া মিছিল করেছে চট্টগ্রামের শিয়া ইমামিয়া ইশনা আশারা সদরঘাট ইমামবারগাহ। ইমাম হোসাইনের (রা.) শাহাদাত বরণ উপলক্ষ্যে ১০ মহররম দিনটি শিয়া মুসলিমদের সবচেয়ে বড় শোক আর মাতমের দিন।
মঙ্গলবার (৯ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে নগরের সদরঘাট ইমাম বাড়ি থেকে শোক মিছিল বের হয়। মাওলানা আমজাদ হোসেন এতে নেতৃত্ব দেন। এ সময় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
চট্টগ্রামে কারবালার স্মরণে তাজিয়া মিছিল
0শিয়া মুসলিমদের শোহাদায়ে কারবালা স্মরণ কর্মসূচি ১০ মহররম আশুরা পালনের মধ্যে সীমাবদ্ধ না হলেও ইমাম হোসাইনের (রা.) শাহাদাত বরণের এই দিনটি তাদের জন্য সবচেয়ে বড় শোকের দিন। করোনার দুই বছর শোক জুলুস বন্ধ থাকার পর এবার আবারও হায় হোসেইন হায় হোসেইন স্লোগানে মেতে উঠে শিয়া ভক্তদের মধ্যে। প্রতিবারের মতো চট্টগ্রাম নগরের রাস্তায় আশুরার শোক ছড়িয়ে দিতে এদিন ‘মার্সিয়া জুলুস’ নিয়ে বের হয়েছিলেন শিয়া ইমামিয়া ইশনা আশারা জামাত।
Share.