উপজেলা প্রতিনিধি।
চট্টগ্রামের পটিয়ায় পৃথক অভিযান চালিয়ে তিন হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের।
সোমবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার মোজাফরাবাদ এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মৃত সাব্বির আহম্দের পুত্র ফাইসেল (২১) ও উখিয়া উপজেলার সোলতান আহম্মদের পুত্র মুহাম্মদ ইদ্রিচ(৪০)।
মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানায়, সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম মুখি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে আড়াইহাজার পিস ইয়াবাসহ ফাইসেলকে এবং একহাজার পিস ইয়াবাসহ মুহাম্মদ ইদ্রিচকে গ্রেপ্তার করা হয়েছে।
এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্তণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পরিচালক সাইফুল ইসলাম বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছে।