বাঁশখালীতে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন ৩৪ জলদস্যু

0

স্টাফ রিপোর্টার ।

চট্টগ্রামের বাঁশখালীতে জলদস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন ৩৪ জলদস্যু। জমা দিচ্ছেন তাদের ব্যবহৃত অস্ত্র।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রামের বাঁশখালীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের উপস্থিতিতে তারা আত্মসমর্পণ করছেন।

বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে র‌্যাব-৭ এ অনুষ্ঠানের আয়োজন করে।

বাঁশখালী, মহেষখালী, কুতুবদিয়া ও চকরিয়া এলাকার এসব জলদস্যুর আত্মসমর্পণের খবরে জেলে পল্লীগুলোতে স্বস্তি ফিরে এসেছে।

র‌্যাব-৭ সূত্রে জানা গেছে, সাগরের ত্রাস বাইশ্যা ডাকাত বাহিনীর ৩ জন, খলিল বাহিনীর ২ জন, রমিজ বাহিনীর ১ জন, বাদশা বাহিনীর ৩ জন, জিয়া বাহিনীর ২ জন, কালাবদা বাহিনীর ৪ জন, ফুতুক বাহিনীর ৩ জন, বাদল বাহিনীর ১ জন, দিদার বাহিনীর ১ জন, কাদের বাহিনীর ১ জন, নাছির বাহিনীর ৩ জন এবং অন্যান্য আরও ১০ জন সহ মোট ৩৪ দস্যু ৯০টি দেশি-বিদেশি অস্ত্র, ২ হাজার ৫৬ রাউন্ড গুলি ও কার্তুজ জমা দিয়ে আত্মসমর্পণ করছেন। আত্মসমর্পণ অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন র‌্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান।

Share.

Leave A Reply