লকডাউনের তৃতীয় দিন থেকে চট্টগ্রামসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় শর্ত সাপেক্ষে সরকার গণপরিবহনে চলাচলের অনুমোদন দিয়েছে। তবে যথারীতি দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে।
গত দুই দিন ধরে সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও জনসাধারণের যাতায়াতে দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এ অনুমোদনের কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার বিকালে তার বাসভবনে এক অনলাইন ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান।
বুধবার থেকে চট্টগ্রামসহ সব সিটিতে গণপরিবহন চলবে
0
Share.