গত বৃহস্পতিবার চট্টগ্রাম ঘুরে যাওয়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখন করোনায় আক্রান্ত হয়েছে । স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু আজ রোববার বিকেলে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
শরীফ মাহমুদ বলেন, আজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা বিভাগের সচিবের থাকার কথা ছিল। প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠানে যাওয়ার ২৪ ঘণ্টা আগে কোভিড-১৯ টেস্ট করাতে হয়। তাই কোনো উপসর্গ না থাকার পরও দুজনেরই টেস্ট করা হয় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর)। গতকাল সকালে নমুনা দেওয়া হয়েছিল। রাতে ফল পজিটিভ আসে। আর সে জন্য দুজনের কেউই আজকের অনুষ্ঠানে অংশ নেননি। এর আগে গত ১২ নভেম্বর বৃহস্পতিবার চট্টগ্রামের বাঁশখালীতে র্যাব ৭- আয়োজিত জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । সেদিনই তিনি হেলিকাপ্টারযোগে চট্টগ্রাম ছাড়েন। #