ময়মনসিংহে ১২টি মাথার খুলি ও দুই ব্যাগ হাড় উদ্ধার

0

ময়মনসিংহ নগরী থেকে মানুষের ১২টি খুলি ও দুই ব্যাগ হাড় উদ্ধার করেছে পুলিশ।  আজ রবিবার (১৫ নভেম্বর) সকালে নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকা থেকে ১২টি মাথার খুলি ও দুই ব্যাগ হাড় উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত ময়মনসিংহ কোতোয়ালী থানার ওসি (তদন্ত) ফারুক।

তিনি বলেন, মানুষের ১২টি মাথার খুলি ও দুই ব্যাগ হাড়সহ বাপ্পি নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এগুলো থানায় আছে। উদ্ধারকৃত খুলিগুলো ফরেনসিক পরীক্ষা করতে সিআইডি তাদের কার্যক্রম শুরু করবে।

কোতোয়ালি থানার ওসি ফিরোজ তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ শহরের আরকে মিশন রোড এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে ১২টি মাথার খুলি ও দুই ব্যাগ হাড় উদ্ধার করা হয়।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে এসব হাড় সংগ্রহ করা হয়েছে।

Share.

Leave A Reply