রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ার মরিয়মনগর এলাকায় কর্ণফুলী নদী থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার (৩ নভেম্বর) দুপুরে সাড়ে ১২ টার দিকে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের বালুগোট্টা এলাকায় কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. হানিফ (৩০)। তিনি উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচুবাগান ফেরিঘাট এলাকার সুলতান আহমেদের পুত্র।
রাঙ্গুনিয়া থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মো. মাহাবুব মিল্কি জানান, “ দুই দিন আগে ওই যুবক নিখোঁজ হয়। অতিরিক্ত মদপানে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে ধারণা করা হচ্ছে। তাঁর পড়নের লুঙ্গিতে গোজানো মদের বোতল পাওয়া যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। লাশ উদ্ধার করা ব্যক্তি পেশায় দিনমজুর ছিলেন ।
রাঙ্গুনিয়ায় নদী থেকে যুবকের লাশ উদ্ধার
0
Share.