রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান পৌরসভার হলরুমে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান স্বজন কুমার তালুকদারকে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার। পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌরসভার সচিব মো. আল হেলাল, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ইদ্রিস আজগর, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, আওয়ামী লীগ নেতা মফজ্জল আহম্মদ কন্ট্রাক্টর, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, কাউন্সিলর জালাল উদ্দিন, পৌরসভা যুবলীগের যুগ্ম সম্পাদক এহসান হাবিব, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হেলাল উদ্দিন তালুকদার, পৌরসভা ছাত্রলীগ সভাপতি ইউসুফ রাজু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাসেল রাসু প্রমুখ।