রাঙ্গুনিয়া রাউজান মিরসরাই ও বারৈয়ারহাট পৌরসভায় ভোট ২৮ ফেব্রুয়ারি

0
পঞ্চম ধাপে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরমধ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান, মিরসরাই ও বারৈয়ারহাট পৌরসভায় ভোট হবে। ২৮ ফেব্রুয়ারি ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ চারটি পৌরসভায় ভোট গ্রহণ করা হবে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এসব তথ্য জানান।
তফসিল অনুযায়ী,  পঞ্চম ধাপের নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র দাখিলের জন্য আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেয়া হয়েছে। পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৪ ফেব্রুয়ারি। অন্যদিকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ হবে ২৮ ফেব্রুয়ারি।
এর আগে প্রথম  ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপ। দ্বিতীয় ধাপে হয়েছে খাগড়াছড়ি পৌরসভা ও বান্দরবানের লামা পৌরসভায়। চতুর্থ ধাপে হবে চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়ায়। প্রথম ও দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পৌর নির্বাচনে সবকটি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
Share.

Leave A Reply