সীতাকুণ্ডে ধরা পড়ল দুর্লভ প্রজাতির বৈদ্যুতিক মাছ ইলেকট্রিল ইল। শনিবার সকালে পৌরসদরের রুপালী মৎস্য আড়ত নামক একটি প্রতিষ্ঠানে এক ব্যক্তি মাছটি বিক্রির জন্য নিয়ে আসলে তোলপাড় শুরু হয়। প্রথমে মাছটিকে কেউ চিনতে না পারলেও শেষে মৎস্য কর্মকর্তারা উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে মাছটিকে সনাক্ত শেষে অতি সাবধানে মাছটিকে কাটার অনুমতি দেয়া হয়।
সীতাকুণ্ডে ধরা পড়ল দুর্লভ প্রজাতির ইলেকট্রিল ইল মাছ
0সীতাকুণ্ডের রুপালী মৎস্য আড়তের মালিক লিয়াকত আলী বলেন, মাছটি ৪ ফুট লম্বা ৫ কেজি ৭০০ গ্রাম ওজনের। প্রথমে মাছটি আমরা চিনতে পারিনি। পরে মৎস্য কর্মকর্তার সহযোগিতায় নামসহ অন্যান্য বিষয় জানার পর এটি আমি কিনেছি। মাছটিকে সাবধানে কেটে বিক্রি কিংবা খেতে বলা হয়েছে।
Share.