হাটহাজারীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান দখল, যুবক আটক

0

হাটহাজারীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে প্রধানমন্ত্রীর দেয়া উপহার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মার্কেটের দোকান দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। করোনা ভাইরাস মহামারীর কারণে দীর্ঘ প্রায় একবছর ধরে নিস্প্রাণ হাটহাজারী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। উপজেলা প্রশাসনও ব্যস্ত মহামারী মোকাবেলায় নানা কর্মসূচিতে। এই সূযোগে বরাদ্দ ছাড়াই উপজেলা প্রশাসনের তালা ভেঙ্গে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চার-চারটি দোকান নিজের দখলে নেয় অভিযুক্ত যুবক ওমর ফারুক।

এর মধ্যে একটি দোকান তিনি নিজের ব্যক্তিগত অফিস অফিস হিসেবে ব্যবহার করছেন। অপর একটিতে স্টুডিও ও বাকী দুটি মুদি দোকান হিসেবে ভাড়া দিয়েছেন এই পাতি নেতা। অভিযুক্ত ওমর ফারুক চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ইউনুস গনি চৌধুরীর অনুসারি বলে জানা গেছে।

এদিকে খবর পেয়ে রোববার (৩ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মার্কেটের দখল হয়ে যাওয়া চারটি দোকান উদ্ধারের পাশাপাশি আটক করা হয়েছে সেই দখলদার ওমর ফারুককে। হাটহাজারী উপজেলার ১১ মাইল এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন বলেন, ‘করোনা মহামারীর কারণে দীর্ঘ এগারো মাস ধরে বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে যাচ্ছেন না। কমপ্লেক্সের নিচ তলায় থাকা ১৪ টি দোকান রয়েছে; যার ৭ টি এখনো ভাড়া দেওয়া হয়নি। মূলত এসব দোকানের ভাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন অনুষ্ঠানের খরচ ও দান অনুদান পরিচালিত হয়। কিন্তু দীর্ঘ সময় ধরে বীর মুক্তিযোদ্ধাদের অনুপস্থিতির সূযোগ নিয়ে ওমর ফারুক নামে এক ব্যক্তি চারটি দোকান অবৈধ ভাবে নিজের দখলে নিয়েছেন।’

তিনি বলেন, ‘উপজেলা প্রশাসনের তালা ভেঙ্গে শুধু দোকান দখলে নিয়েই সন্তুষ্ট হননি তিনি। এর মধ্যে একটি দোকানে নিজের জন্য গড়েছেন আলিশান অফিসও। বাকি একটিতে স্টুডিও এবং বাকী দুটি ষ্টোর হিসেবে ব্যবহার করছেন। উপজেলা থেকে একটু দুরে হওয়ায় ও করোনাকালে বীর মুক্তিযোদ্ধাদের অনুপস্থিতির সূযোগ নিয়ে এভাবেই দখল করা হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে প্রধানমন্ত্রীর দেয়া উপহার। জানতে পেরে আজ দুপুরে অভিযান চালিয়ে ওই চারটি দোকান উদ্ধার করা হয়েছে; পাশাপাশি আটক করা হয়েছে ওই দখলদার ওমর ফারুককে। এখন আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নির্বাহী কর্মকর্তা বলেন, ‘দেশের শ্রেষ্ঠ সম্পদ মুক্তিযোদ্ধাদের  প্রধানমন্ত্রীর দেয়া উপহার দখল করা এটা মেনে নেয়া যায় না। ইতিমধ্যে দোকানগুলো বরাদ্দের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। অনেকেই আবেদন করেছেন সময় করে মুক্তিযোদ্ধারা বসে আলোচনা করে যোগ্য ব্যক্তিকে দোকান বুঝিয়ে দেওয়া হবে।’

Share.

Leave A Reply