১১ টন অস্ত্র নিয়ে সার্বিয়া থেকে বাংলাদেশে আসার পথে গ্রিসের উত্তরাঞ্চলে ইউক্রেনীয় প্রতিষ্ঠান মেরিডিয়ানের মালিকানাধীন একটি আন্তোনভ অ্যান-১২ কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী নেবোজা স্টেফানোভিচ। বিবিসি, রয়টার্স, টিভি ইআরটি
স্টেফানোভিচ আরো জানান, রাশিয়ার তৈরি আন্তনভ এএন-১২ মডেলের বিমানটিতে সার্বিয়ার তৈরি ইলিউমিনিটিং মর্টার মাইন (আলোচ্ছটাযুক্ত মর্টার শেল) সহ প্রায় ১১ টন সমরাস্ত্র ও গোলাবারুদ ছিল। ইউক্রেনের কোম্পানি মেরিডিয়ান লিমিটেডের কাছ থেকে ভাড়া করা বিমানটির এর গন্তব্য ছিল বাংলাদেশ। বিধ্বস্ত হওয়ার পর বিমানের আট আরোহীর সবাই মারা গেছেন।
১১ টন সমরাস্ত্র নিয়ে বাংলাদেশে আসার পথে গ্রীসে ইউক্রেনের বিমান বিধ্বস্ত
0
Share.