খাঁটি মানুষ -আজাদ শাহ
খাঁটি মানুষ রিক্সাওয়ালা-ডিঙ্গি নৌকার মাঝি
অল্প টাকার বিনিময়ে জীবন রাখে বাজি-রে
জীবন রাখে বাজি।
গন্তব্যে পৌঁছে দিয়ে দাপট দেখায় না
হালাল রুজি করে বলে খাঁটি ষোল আনা।
আরো আছে খাঁটি মানুষ কৃষক-শ্রমিক ভাই
কাজ করে মাঠে- ঘাটে-করে হালাল কামাই-রে
করে হালাল কামাই।
কল কারখানার চাকা ঘুরায়
মাঠে সোনার ফসল ফলায়
তাঁরাই দেশের খাঁটি মানুষ-খাঁটি ষোল আনা।
আরো আছে খাঁটি সোনা-শিশু কিশোরগণ
দেশের ভাগ্য বদলে দিতে তাঁরাই করে পণ-রে
তাঁরাই করে পণ।
তাজা প্রাণ বিলিয়ে দিতে কুন্ঠিত হয়না
তাঁরাই দেশের খাঁটি মানুষ- খাঁিট ষোল আনা।
আরো আছে খাঁটি মানুষ-বুদ্ধি প্রতিবন্ধী
বিনা দ্বিধায় করতে পারে-সবার সাথে সন্ধি-রে
সবার সাথে সন্ধি।
নিজে ঠকে সারা জীবন-পরকে ঠকায় না
তাঁরাই দেশের খাঁটি মানুষ-খাঁটি ষোল আনা।
আরো আছে খাঁটি মানুষ-সঞ্চয়ী সব নারী
ঘর সংসার সাজানোর জন্যে-স্বামীর সহকারী-রে
স্বামীর সহকারী।
নিজর জীবন বিলিয়ে দিতে দ্বিধা করে না
সন্তানের সুখ শান্তির জন্যে আরাম করেন না
তাঁরাই দেশের খাঁটি মানুষ-খাঁটি ষোল আনা।
আরো আছে খাঁটি মানুষ সুশিক্ষক শিল্পীরা
দেশের জন্যে সারা জীবন খাঁটেন-বেতন তাঁদের অল্প।