দেশের জন্যে
আজাদ শাহ
দেশের জন্য দশের জন্যে একটু ভাবেন যারা
তাদের মনে শান্তি নাইরে..বড়ই দিশেহারা।
রাজনীতি আর ধর্ম-কর্ম গেছে রসাতলে
নৈতিকতা তলিয়ে গেছে-লোভ লালসার ঝিলে
ব্যক্তি ক’জন চর্চা করে বিশুদ্ধতার চাষ
তাদের গালে ঝুলিয়ে আছে প্রতিহিংসার ফাঁস।
রক্ষকেরা ঐক্য করে ভক্ষণে রয় মেতে
কে করিবে দেশ রক্ষা-নিজের জীবন পেতে
সর্বস্তরের অফিস পাড়ায় আখের গুছার পালা
এসব দেখে মনের মাঝে ভীষণ জ্বালাপালা।
নদী নালা খাল বিল আর বন জঙ্গল সবি
দখল করে খেয়ে খেয়ে ভাবেন তিনি কবি।
বেশ ভুষাতে রমরমা সব গাড়ি বাড়ি নারী
লাল পানিতে মত্ত হয়ে সাজেন অভিসারী।
সুখ সাগর ভেসে ভেসে ভাবেন তিনি রাজা
ভাগ্য যখন পথে বসায়-তখন বুঝেন মঝা
দেশের ভাগ্য লুটিয়ে নিয়ে বিদেশ পাচার করে
এমন পঁচা মানুষ গুলো যায়না কেন মরে?
সৎ মানুষের অভাব হবে-রবে অসৎ জন
এখন থেকে না-নেই যদি সুশীল হওয়ার পণ
যে কজনা শুদ্ধ আছি-ঝুট বাঁধিলে তারা
দেশ বাঁচিবে দশ বাঁচিবে-বাঁচিবে গরিব যারা।
কালো টাকার বড় থলে- ব্যাংকে রাখা দায়
তাইতো টাকা পাচার হয়ে ভিন দেশেতে যায়
শুদ্ধ করি শক্ত হাতে চোর-চামারের দলে
তা-না হলে আবার দেশটা যাবে রসাতলে
কোম্পানিদের হাতে যদি দেশের চাবি যায়
স্বাধীনতা থাকবেনা আর হবে উল্টোটাই।
দেশের জন্য- আজাদ শাহ
0
Share.