দেশ বাঁচলে বাঁচব মোরা – আজাদ শাহ্

0

দেশ বাঁচলে বাঁচব মোরা
আজাদ শাহ্

দেশ বাঁচলে বাচব মোরা
পুষ্ট হবে প্রাণ,
দেশের জন্য প্রাণ দিয়েছে
কতই তাজা প্রাণ।
দেশের মাঝে আছি ভীনদেশী আমেজ
আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে দেশ করি নিস্তেজ
সফলতা আসবে কি আর চোর-চামারের দলে
দেশের সম্পদ লুটতে চাই ছলে বলে কৌশলে
পড়বে ধরা দু’দিন পরে
চোর তো যাবে জেলে।
আসল কথার ঝুড়ি যখন খুলবে মাঠে ঘাটে
মুখ লুকিয়ে মুখোশ পরে থাকবে সকল জোটে।
পড়বে ধরা অসৎ যারা
দস্যিপনায় রত
দেশ প্রেমিক লোক রয়েছে
আজো শত শত।
স্বাধীনতার যুদ্ধে যারা বিলীয়ে দিলে প্রাণ
আমরা কি আর ভাবি তাঁদের দিতে যোগ্য মান।
বিনা নামের খাতায় তাঁদের নাম রয়েছে পড়ে
স্বাধীনতার যুদ্ধে গেছে কৃষক-শ্রমিক ওরে।

Share.

Leave A Reply