বিজয় দিবস
আজাদ শাহ্
স্বাধীনতার যুদ্ধ হলো নয় মাস পরে শেষ
১৬ ই ডিসেম্বরে এল বিজয় পরিবেশ,
এশিয়াতে জন্ম নিল ছোট্ট একটি দেশ
নামটি ইহার অনেক আগেই রাখা বাংলাদেশ।
বলছি এখন বাংলাদেশের অভ্যুদয়ের কথা
পাকিস্তানী বর্বরদের দেয়া দুঃখ ব্যাথা
২৩ বৎসর গোলাম করে রেখেছে বাঙালী
মোদের সম্পদ লুটে নিয়ে করেছে কাঙালী
বঙ্গবন্ধু বুঝেছিলেন পাকিস্তানীর চাল
জাতীয় দূর্দিনে তিনি ধরেছিলেন হাল
সারা দেশের জনগনে বুঝাল ঠাঁই ঠাঁই
জনমনে তীব্র হলো স্বাধীনতার দায়
পাকিস্তানী পশুর দলে চালায় নির্যাতন
বঙ্গবন্ধুর নামে আনে দেশ দ্রোহ কারণ
জনগণের তীব্র কঠিন আন্দোলনের ফলে
দেশ দ্রোহের মামলা গেল ভেসে সাগর জলে
১৯৭১ সালের ২৫ মার্চ রাত্রিতে
গোপনে ষড়যন্ত্র মতো হামলায় নিভৃতে
দেশের জোয়ান জনগণে যুদ্ধে দিল ঝাঁপ
৯ মাসের যুদ্ধ শেষে এলো খুশীর লাফ
বিজয় এলো বাংলাদেশের জনগণের প্রাণে
১৬ ডিসেম্বরে দেশের বিজয় চিনিয়ে আনে
সে ক্ষণ থেকে ডিসেম্বর হয় বিজয়েরই মাস
পাকিস্তানী বর্বরদের পড়ল গলায় ফাঁস।
৩০ লক্ষ শহীদ প্রাণের বিনিময়ে ভাই
বিজয় এল বাংলাদেশে সাফ কথা এটাই
মা বোনদের ইজ্জত গেছে বর্বরদের হাতে
তাদের দোসর এখনো ভাই আমার দেশে মাতে।