সৃষ্টিকর্তা তিনি এক, একক ও অদ্বিতীয়
তিনি মহাজ্ঞানী মহান সর্বক্ষম সর্বত্র বিরাজমান।
হযরত মোহাম্মদ (দ.) তাঁহার প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল।
আমরা তাঁহার সৃষ্ট বান্দা
বিশ্বাসীরা এটাই মানে অবিশ্বাসীরা আন্ধা।
সর্বশ্রেষ্ট আসমানি কিতাব চারটি
তাওরাত, যবুর, ইঞ্জিল ও কোরআন
বিশ্বাসীরা এটাই মানে অবিশ্বাসীরা আন্ধা।
আল্লাহর মনোনীত সর্বশেষ ধর্ম ইসলাম
ইসলামের পাঁচটি স্তম্ভ,
ইমান , নামাজ, রোজা হজ্ব ও যাকাত
বিশ্বাসীগন এটাই মানে অবিশ্বাসীরা আন্ধা।
সর্বশ্রেষ্ট ফেরেস্তা ৪ জন
জিবরাইল-মিকাইল, আজরাইল ও ই¯্রাফিল
জিব্রাইল সংবাদ বাহক
মিকাইল ঝড় বৃষ্টি মেঘমালার নিয়ন্ত্রক,
আজরাইল প্রান সংহারক,
ই¯্রাফিল সিংগায় ফুঁক দাতা ও
প্রলয়ংকারী ক্ষমতাশীল।
আমরা আল্লাহর বান্দা- আমরা এতে বিশ্বাসী,
অবিশ্বাসীরা আন্ধা।
আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, আকাশ বাতাস
চন্দ্র, সূর্য সবকিছুর নিয়ন্ত্রক আল্লাহ ,
তিনি রিজিকদাতা , তিনিই হায়াকত মউতের মালিক,
বিশ্বাসীরা এটাই মানে অবিশ্বাসীরা আন্ধা ।