২১ শে ফেব্রুয়ারি
আজাদ শাহ
মাতৃভাষার মান রক্ষায় বিলিয়ে দিল প্রাণ
সালাম, জব্বার, রফিক, বরকত আরো কত শহীদান
ভাষার জন্য প্রাণ যে দিলেন রাখতে ভাষার মান
পৃথিবীতে ছড়িয়ে গেল বীরের অবদান।
সারা বিশ্ব পালন করে ২১ শে ফেব্রুয়ারি
বাংলাদেশের বীরের স্মৃতি জানেন বিশ্ব নর-নারী।
এখনো তাই অ-আ আর ক-খ পরিচিত
বাংলা ভাষার মর্যাদা তাই বিশ্বে স্বীকৃত
বাংলা মায়ের সন্তানেরা প্রাণ বিলাতে জানে
স্বাধীনতার যুদ্ধকথা আছে সবার মনে
বীর বাঙালি বিশ্বজুড়ে রবে দীপ্তিময়
ফেব্রুয়ারির ২১ তারিখ থাকবে জ্যেতির্ময় ।