ওই তরুণীর ভাষ্য, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কবিরাজ মকবুল হোসেন তাঁকে ধর্ষণ করার পর তন্ত্রমন্ত্রের ভয় দেখিয়ে তাঁকে তাঁর ডেরায় আটকে রাখেন। পরে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় তিনি নান্দাইল সদরে আসেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ওই তরুণী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে আজ সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।