ফটিকছড়ি সংবাদদাতা| –
চট্টগ্রামের ফটিকছড়িতে প্রেমিককে গাছে সাথে বেঁধে রেখে প্রেমিকাকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃতদের একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো.পারভেজ নামে ওই অভিযুক্ত এই জবানবন্দি দেন। ভুজপুর থানার ওসি শেখ আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপজেলার নারায়ণহাটে অভিযুক্তদের একজন মো. পারভেজ মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়া এ ঘটনা ধামাচাপা দেয়ার লক্ষ্যে সালিসকারীদের মধ্যে মো. সালাহউদ্দিন (৩৮) ও মো. মনসুর (৪০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন. এ ঘটনায় জড়িত বাকি আরো দুই ধর্ষককে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।