নিজস্ব প্রতিবেদক ঃ
রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন “ নন্দন বই ঘর” এ চুয়েট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. মজিবুর রহমানের লেখা “অবসরে মনোবিলাস” কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল সোমবার (9 নভেম্বর) নন্দন প্রকাশনীর কর্মকর্তা সুব্রত কান্তি চৌধুরীর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার প্যানেল মেয়র মো. সেলিম। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া যুব উন্নয়ন অধিদপ্তরের মো. খোরশেদ আলম, চুয়েট স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সদস্য মুহাম্মদ শহীদুল্লাহ কায়সার, জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ। এছাড়াও অনুষ্ঠানে চুয়েট স্কুল এন্ড কলেজের শিক্ষক এবং নন্দন প্রকাশনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
“ অবসরে মনোবিলাস” কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন
0
Share.