শুকলাল দাশ:
কতো কাল দেখা হলো না
একদিন ঠিক দেখা হবে
সেই দিন বদলাবে সব
সেই তুমি আমার কি রবে !
দিন যাবে ফুরোবে সময়
হয়তো বা অনেক বছর
আমরা সেই দুই চেনা জানা,
রযে যাবো ঠিক ঠিক পর।
কতো কিছু হবে না সে জানা
আহারে তোমার আমার
চাওয়া পাওয়ার পৃথিবীতে
দু জনের হবে শুধু হার।