রাউজান প্রতিনিধি:
রাউজানের বিভিন্ন মার্কেট,গাড়ী চালক,পথচারীরা মুখে মাস্ক না পরে বাইরে ঘোরাঘুরি করার অপরাধে তিন ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সকালে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে উপজেলা সদর ফকির হাট, মুন্সিরঘাটা ও চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে।প্রশাসনের সূত্রে জানা যায়,মাস্ক না পরার অপরাধে স্বর্ণ দোকানদার সৈকত দে’কে ২ হাজার টাকা,ফরিদ মিয়া ২ হাজার টাকা,বেলাল হোসেনেকে ১হাজার এবং রাউজান ফকির হাট কাঁচাবাজারে অতিরিক্ত মূল্যে আলু বিক্রির অপরাধে সবজি ব্যবসায়ী বাদল দাশকে ৫ শত টাকা, পাইকারী আলু ব্যবসায়ী মোহাম্মদ আজগরকে ৫ হাজার, ট্রাকচালক আবু সৈয়দ ট্রাকে ১০ টনের অধিক ইট পরিবহন করার অপরাধে ৫ হাজার টাকা, মুন্সিরঘাটায় কৈবল্য ফার্মেসির মালিক সুদিপ্ত মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ১০ হাজার টাকাসহ মোট ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।এ অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। এছাড়া ফকির হাট বাজারে জিয়া বাবা বিতান নামে একটি ইলেকক্টিক শো-রোম দীর্ঘদিন ধরে ক্রেতা সাধারণ থেকে টিভি, ফ্রিজসহ ইলেকক্টিক সামগ্রী বিক্রির নামে অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছিল।তাদের বিরুদ্ধে অভিযোগ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই শো-রোমটি সীলমোহর করে দেন।
রাউজানে মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতের জরিমানা
0
Share.