কাপ্তাই প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম লাভলু হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।বৃহস্পতিবার (১২ই নভেম্বর) সকালে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যগণ তাকে দ্রুত ঢাকায় নিয়ে যান। ঢাকা ইউনাইটেড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ (সার্জারি) ডা. জাহাঙ্গীর কবির জানান, কাপ্তাইয়ের সিনিয়র সাংবাদিক লাভলু বর্তমানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরীভিত্তিতে তাকে অপেন হার্ট সার্জারি করাতে হবে।
উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম লাভলু বর্তমানে জাতীয় দৈনিক সমকাল, চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক পূর্বদেশ ও দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকায় কর্মরত।
উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম লাভলু বর্তমানে জাতীয় দৈনিক সমকাল, চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক পূর্বদেশ ও দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকায় কর্মরত।