মা -আজাদ শাহ্

0

মা
আজাদ শাহ্

মা- মাতৃভাষা-মাতৃভুমি
একই সূত্রে গাঁথা;
মা হাওয়া’র সৃষ্টির ফলে
পিতা আদম পেল পূর্ণতা।

মা জননী জন্মভূমির প্রতি
মানব-দানব পশু পাখি সকল প্রাণীকূলে
রয়েছে এক অপূর্ব অদৃশ্য মোহ ও মমতা।

মায়ের জাতিরা যে গভীর আকর্ষনে সন্তানদের
লালন পালন রক্ষণাবেক্ষণ করে যে যতনে
সৃষ্টির অপার মহিমা প্রকাশ রয়েছে ইহার গহীনে।

মায়ের তুলনা শুধুই “মা”
মায়ের উপমা ও “মা”
মায়ের আদর মা-তেই স্থিত
অন্য কোথাও মিলিবেনা ইহা মিলিবেনা ভিন্ন দেহে।

অসুস্থ শিশুর পাশে কে আছে বলো
সারারাত জেগে থাকে ?
ঘরে ফিরে ছেলে চৌকাঠে বসা
দেখে শুধু নিজ মাকে।
প্রবাসী ছেলেদের বলে ডেকে
কে বা দেয় বলো সান্ত¦না ?
নানাভাবে বাবা বাবা বলে
প্রশমিত করে নিজ মনোযন্ত্রনা।

নামী দামী জনে গানে ও কবিতায়
রচিয়াছে নানা বানী ;
কোরআন হাদিসে মায়ের স্মরিতে
তাগিদ রয়েছে জানি।
মায়ের মনেতে কষ্ট হানিতে আছে আজো দূর্জন
দুষ্ট জনেরা কখনো বুঝেনা সহজ মায়ের মন।

সরাসরি প্রভুর দরবারে হয় কবুল মায়ের দোয়া
আমিনা মায়ের আদরের ধন বিশ্ব নবীর ছোঁয়া।

Share.

Leave A Reply