আকবরশাহতে অস্ত্রসহ দুইজন গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার ।

আকবরশাহ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে পুুলিশ। তাদের কাছ থেকে একটি এলজি, একটি পাইপ গান, একটি চাপাতি, তিনটি কিরিচ ও দুইটি ছুরি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে আকবরশাহ থানাধীন বড় গ্যাস লাইন মিরপুর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুইজন হলো- লক্ষ্মীপুর জেলার সদর থানাধীন হাজীরহাট এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো. রবিন (২০) ও পটুয়াখালী জেলার দুমকি থানাধীন মুন্সিপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রবিউল ইসলাম (২৮)।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন বলেন, বড় গ্যাস লাইন মিরপুর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে একটি এলজি, একটি পাইপ গান, একটি চাপাতি, তিনটি কিরিচ ও দুইটি ছুরিসহ রবিন ও রবিউল ইসলাম নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এদরে মধ্যে রবিউল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Share.

Leave A Reply