অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন ধ্বংস

0

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন ও বালি তোলার পাইপসহ সরঞ্জামাদি ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বিশ গাড়ি বালু জব্দ করা হয়।বৃহস্পতিবার (১২ নভেম্বর ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের ইউছুপ শাহ্ মাজার সংলগ্ন হাঙ্গর খালে এই অভিযান চালানো হয়।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আহসান হাবিব জিতু এই অভিযান চালিয়েছেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আহসান হাবিব জিতু সিটিজি টাইমকে বলেন, উপজেলার চরম্বা ইউনিয়নের ইউছুপ শাহ্ মাজার সংলগ্ন হাঙ্গর খাল থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি চক্র।গোপন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের একটি ড্রেজার মেশিন ও বালি তোলার পাইপসহ সরঞ্জামাদি ধ্বংস করে দেয়া হয়।তবে ঘটনায় ড্রেজার মেশিন মালিকসহ কাউকে পাওয়া যায়নি।

Share.

Leave A Reply