শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাত চারটার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাজা আজ বিকেল সাড়ে চারটায় হ্নীলা দরগাহ সিএন্ডবি মাঠে অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় হৃীলা পারিবারিক গোরস্থানে এ বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আলী ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ৩ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক।
রাজনৈতিক অঙ্গনে তিনি একজন সৎ ও নির্লোভ নেতা হিসেবে প্রশংসিত ছিলেন। বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছে।