নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ার উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চন্দ্রঘোনা রাজমিস্ত্রি শ্রমিক সমবায় সমিতি’র সমবায় দিবস উদ্যাপন, বার্ষিক সাধারণ সভা ও ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে লিচুবাগান সমিতির কার্যালয় চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইদ্রিছ আজগর। সভায় সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা রাজমিস্ত্রি শ্রমিক সমবায় সমিতি’র সভাপতি মোহাম্মদ আলম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম এ কে ষ্টীল’র ম্যানেজার মোহাম্মদ সেলিম। চন্দ্রঘোনা রাজমিস্ত্রি শ্রমিক সমবায় সমিতি’র সাধারণ সম্পাদক মো. ইসহাক’র সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন চট্টগ্রাম আরামিট সিমেন্ট লিমিটেড’র এরিয়া ম্যানেজার মো. মামুন, চট্টগ্রাম জিপিএইচ ইস্পাত এর এরিয়া ম্যানেজার মো. মোরশেদ, কনফিডেন্স সিমেন্ট চট্টগ্রাম এর ম্যানেজার কানু বড়–য়া, ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম এর এজিএম মো. জামাল, শামসুল আলম কন্ট্রাক্টর, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, ইউপি সদস্য কবির আহমদ, ইঞ্জিনিয়ার ওসমান গনি সাকিল, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন প্রমুখ
চন্দ্রঘোনা রাজমিস্ত্রি শ্রমিক সমবায় সমিতির বার্ষিক সভা
0
Share.